বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৩ BIWTA Job Circular 2023

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নিম্নবর্ণিত ০৯ ক্যাটাগরির ১৩ টি শূন্য পদে নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

০১/০৩/২০২৩ তারিখে প্রার্থীদের বয়স ক্রমিক-১ হতে ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে ২১ বৎসর এবং ক্রমিক ৮ হতে ৯ এ বর্ণিত পদের ক্ষেত্রে ১৮ বছর পূর্ণ হতে হবে;

যে সকল পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০.১৪৯; তারিখ-২২/০৯/২০২২ অনুযায়ী ২৫/০৩/২০২০ তারিখে তাদের বয়স ৩০ বৎসরের মধ্যে থাকলে তারাও আবেদন করতে পারবেন; আগ্রহী প্রার্থীদেরকে ২১/০৩/২০২৩ হতে ২০/০৪/২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অন- লাইনে আবেদন দাখিল করতে হবে;

আবেদন করার সময় ফরম পূরনের নিয়ম ও অন্যান্য শর্তাবলী www.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএ'র বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ ক্রমিক নং-০১ হতে ০৭ এ বর্ণিত পদের জন্য ৩২০ (তিনশত বিশ) টাকা এবং ক্রমিক নং-৮ ও ৯ এ বর্ণিত পদের জন্য ২১৫/-(দুইশত পনেরো) টাকা হারে (অফেরৎযোগ্য) আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে;

আবেদনকারীগণকে নিজ নিজ Applied ID ব্যবহার করে www.jobsbiwta.gov.bd ওয়েব-সাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে যথা সময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে;

প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে;

চাকুরীরত প্রার্থীগণ-কে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হলে চাকুরীরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতি পত্র দাখিল করতে হবে;

ক্রমিক-৩ হতে ক্রমিক-৯ এ বর্ণিত পদসমূহের মধ্যে গত ০৯/০৬/২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৪/২০২২ এর উর্ধ্বতন প্রশিক্ষক, ডিইপিটিসি পদে এবং ১৬/০৯/২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৯/২০২২ এর পদসমূহে আবেদনকৃত প্রার্থীদের মধ্যে বাছাই কমিটি কর্তৃক সঠিক বিবেচিত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই; বাছাই কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই-বাছাই শেষে বাতিলকৃত আবেদনকারীদের তালিকা কর্তৃপক্ষের ওয়েব-সাইটে (www.jobsbiwta.gov.bd) প্রকাশ করা হয়েছে। তবে বাতিলকৃতদের মধ্যে ইতোমধ্যে যারা যোগ্যতা অর্জন করেছেন তারাও পুনরায় আবেদন করতে পারবেন ; বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধুমাত্র বিআইডব্লিউটিএ'তে কর্মরতদের জন্য প্রযোজ্য); মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২(বত্রিশ) বৎসর এবং মুক্তিযোদ্ধার নাতী/নাতনীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০(ত্রিশ) বৎসর;

অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে;

নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে;

বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন ।




PDF Download

নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করতে ক্লিক করুন 


Post a Comment

Previous Post Next Post