এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক নির্বাচনের ফলাফল NTRCA 4th Gonobiggopti Result 2023 ngi teletalk

 ৪র্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক নির্বাচনের ফলাফল প্রকাশ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ২১ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখে প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে প্রাথমিকভাবে ৩২,৪৩৮ (বত্রিশ হাজার চারশত আটত্রিশ) জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএ'র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত প্রার্থীগণ এবং প্রতিষ্ঠান প্রধানগণকে SMS যোগে ফলাফল অবহিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব Application ID এবং মোবাইল নম্বর দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব User ID এবং Password ব্যবহার করে তাঁর প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন। কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে NTRCA এর ওয়েবসাইটের ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখার জন্য অনুরোধ করা হলো।

৪র্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (V-Roll) অনলাইনে পূরণ করে অনলাইনে Submit করতে হবে। V-Roll ফরম Submit করা সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে NTRCA-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং নির্বাচিত প্রার্থীর মোবাইলে SMS যোগে অবহিত করা হবে।


It is hereby informed for the information of all concerned that in view of the application of the registered candidates in the 4th Public Notice published by the Private Teacher Registration and Certification Authority on 21 December 2022 AD, based on the merit order of the candidates, the order of preference and the needs of the institution, initially 32,438 teachers are recommended for the vacant posts under MPO in private educational institutions. (thirty two thousand four hundred and thirty eight) candidates have been selected. The primary election results are available on the NTRCA website (www.ntrca.gov.bd) in the service box named 4th Public Notice-2022 and at the link http://ngi.teletalk.com.bd. Apart from this, the selected candidates and the heads of institutions have been informed about the results through SMS. Selected candidates can check the result by logging in with their Application ID and mobile number. Similarly, the head of the organization can see the information of the selected candidates in his organization using their User ID and Password. If any selected candidate or institution head does not receive the SMS due to technical reasons, it is requested to view the primary election results from the 4th Public Notice-2022 service box of the NTRCA website. Candidates selected in the 4th Public Notice have to fill the Police Verification Form (V-Roll) online and submit it online. Instructions regarding submission of V-Roll form will be notified later through notification on NTRCA website and through SMS on selected candidate's mobile.


PDF Download

ফলাফল দেখতে ক্লিক করুন




Post a Comment

Previous Post Next Post