জেলা প্রশাসাকের কার্যালয় রাজশাহী নিয়োগ ২০২৩ Rajshahi DC Office Job Circular 2023


নিয়োগ বিজ্ঞপ্তি

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন- অধিশাখার ১০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দের ৩১,০০,০০০০.০৪৬.১১.১১৯.১২ (অংশ).৪৮৩ নং স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী' রাজস্ব প্রশাসনের (জেলা রাজস্ব শাখা ভূমি অধিগ্রহণ শাখা) ২০তম গ্রেডের নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে স্বহস্তে লিখিত আবেদনপত্র আহবান করা যাচ্ছে

ক্রঃ নং

পদের নাম

পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

০১

অফিস সহায়ক

০৪

কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

০২

নিরাপত্তা প্রহরী

০১

কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

০৩

পরিচ্ছন্নতা কর্মী

০১

কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

 

শর্তাবলী

১। নির্ধারিত আবেদন ফরম প্রবেশপত্র রাজশাহী জেলার ওয়েবপোর্টাল www.rajshahi.gov.bd- এবং জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এর রাজস্ব শাখায় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে

২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে

৩। আবেদনপত্র আগামী ১৬/০৩/২০২৩ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীতে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র কার্যালয়ে গ্রহণ করা হবে না অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে আবেদন গ্রহণের শেষ তারিখ অর্থাৎ আগামী ১৬/০৩/২০২৩ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে  ২৫/০৩/২০২০ খ্রি. তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারিত হবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ২৫/০৩/২০২০ খ্রি. তারিখ সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়

০৫। জেলা প্রশাসক সভাপতি, জেলা নিয়োগ কমিটি, রাজশাহী-কে সম্বোধন করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে

০৬। খামের উপর পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে ০৭। বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে কোন ক্ষেত্রেই আবেদনের অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য নয়

০৮। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ

() প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ০২ (দুই) কপি x সে:মি: ০১(এক) কপি স্ট্যাম্প আকারের রঙিন ছবি আবেদনের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে

() প্রার্থীকে -৪৬৩২-০০০১-২০৩১ নম্বর কোডে ট্রেজারী চালানের মাধ্যমে ১০০/- (একশত) টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে চালানের মূলকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ এবং ব্যাংক শাখার নাম লিপিবদ্ধ করতে হবে ব্যাংক ড্রাফট/পে অর্ডার গ্রহণযোগ্য হবে না

() নির্দেশনা অনুযায়ী পূরণকৃত প্রবেশপত্র ০২(দুই) কপি সংযুক্ত করতে হবে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে X সে:মি: আকারের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে

() নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে প্রাপক হিসেবে নিজের নাম ঠিকানা সম্বলিত ১৫/- (পনের) টাকার ডাক টিকিট লাগানো "x" মাপের একটি খাম সংযুক্ত করতে হবে

() শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি, রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, অন্যান্য কোটা যেমন: প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে


 

Conditions

1. The prescribed application form and admit card are available on the Rajshahi District web portal www.rajshahi.gov.bd and in the office of the District Commissioner, Rajshahi Revenue Branch and all Upazila Nirbahi Officers of the district. The required information should be provided as per the instructions in the application form.

2. The candidate must be a citizen of Bangladesh by birth and a permanent resident of Rajshahi district.

3. Application form next 16/03/2023 AD. Date should reach the office of the Deputy Commissioner, Rajshahi by post during office hours. No direct application will be accepted in this office. False, incomplete, defective and late applications will be considered rejected. The last date of receiving the application is next 16/03/2023 AD. Candidate age should be 18-30 years as on date. 25/03/2020 AD. The upper age limit will be fixed at 30 years on the date. Age Limit for Heroic Freedom Fighters/ Martyred Freedom Fighters Sons/ Daughters and Physically Handicapped Candidates 25/03/2020 AD. Date Maximum age limit is relaxable up to 32 years. No affidavit is admissible in respect of age.

05. Apply in the prescribed form by addressing the District Commissioner and President, District Recruitment Committee, Rajshahi.

06. The name of the post, special quota (if any) and full name and address on the left side should be clearly written on the envelope. 07. Departmental candidates must apply through the appropriate authority within the stipulated time. In no case will advance copy of application be considered acceptable. Upper age limit is not relaxable in case of departmental candidates.

08. The following documents should be attached with the application form:

(a) 02 (two) copies of 5x5 cm: and 01 (one) copy of stamp size color photograph attested by a gazetted officer of first class should be attached at the specified place of application.

(b) Candidates should deposit Tk.100/- (One Hundred) (Non-Refundable) through Treasury Challan Code No. 1-4632-0001-2031 along with the original copy of the Challan along with the application and note the Challan Number, Date and Name of the Bank and Branch in the prescribed space of the application form. have to do Bank Draft/Pay Order will not be accepted.

(c) 02 (two) copies of the filled in entry form as per instructions should be attached. 5X5 cm colored picture should be pasted on the designated place of the admit card with glue.

(d) For the purpose of issue of Admit Card to correct address, an envelope of size 9"x4" affixed with postage stamp of tk.15/- (fifteen) bearing his name and address as recipient should be enclosed with the application form.

(e) Attested copies of all certificates of educational qualification, citizenship certificate issued by Municipal Mayor/Ward Councilor of City Corporation/Union Parishad Chairman as a permanent resident of Rajshahi District, attested copy of National Identity Card/Birth Registration Certificate, No Objection Certificate issued by appropriate authority in case of employed candidates, other quotas Eg: In case of disabled/minority quota candidates, attested copy of certificate issued by appropriate authority, experience certificate (if any) should be attached with the application.










 PDF Download...

জেলা প্রশাসাকের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩  

জেলা প্রশাসাকের কার্যালয় রাজশাহী চাকরির আবেদন ফরম

জেলা প্রশাসাকের কার্যালয় রাজশাহী চাকরির প্রবেশ পত্র

জেলা প্রশাসাকের কার্যালয় রাজশাহী চাকরির চালান ফরম

 

Post a Comment

Previous Post Next Post