বাংলাদেশ ডাক বিভাগ
পােস্টমাস্টার জেনারেলের কার্যালয়
দক্ষিণাঞ্চল ,খুলনা-৯০০০
নিয়ােগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযােগাযােগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় , ডাক ও টেলিযােগাযােগ বিভাগ , ডাক-১ , বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং- ১৪.০০.০০০০.০০৬.১১.০৩০.১৮.১৬৬ তাং ০৯/০৯/২০১৮ খ্রিঃ মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী পােস্টমাস্টার জেনারেল , দক্ষিণাঞ্চল , খুলনার অধীনস্থ বিভিন্ন অফিসের শূন্য পদ সমূহে বিধি মােতাবেক সরাসরি কোটায় জনবল নিয়ােগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে http://pmgsck.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
পদের নাম, বেতনস্কেলে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা ইত্যাদি দেখতে এখানে ক্লিক করুন..
বিশেষ দ্রষ্টব্যঃ
ক) প্যাকার পদে ডাক বিভাগীয় প্রশাসনাধীন ইউনিটের খুলনা বিভাগ , বরিশাল বিভাগ এবং খুলনা জিপিও ইউনিটে মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত ১১ টি পদ নিয়ােগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
খ) অফিস সহায়ক পদে ডাক বিভাগীয় প্রশাসনাধীন ইউনিটের কুষ্টিয়া বিভাগ এবং বরিশাল বিভাগীয় ইউনিটে মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত ০৫ টি পদ নিয়ােগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
গ) নিরাপত্তা প্রহরী পদে ডাক বিভাগীয় প্রশাসনাধীন ইউনিটের কুষ্টিয়া বিভাগীয় ইউনিটে মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত ০১ টি পদ নিয়ােগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভূক্ত করা হয়নি।
ঘ) রানার পদে ডাক বিভাগীয় প্রশাসনাধীন ইউনিটের খুলনা বিভাগ, যশাের বিভাগ , কুষ্টিয়া বিভাগ এবং বরিশাল বিভাগীয় ইউনিটে মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত ৩৪ টি পদ নিয়ােগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভূক্ত করা হয়নি।
ঙ) পরিচ্ছন্নতাকর্মী পদে ডাক বিভাগীয় প্রশাসনাধীন ইউনিটের যশাের বিভাগ এবং কুষ্টিয়া বিভাগীয় ইউনিটে মামলা চলমান থাকায় ছাড়পত্র প্রাপ্ত ০২ টি পদ নিয়ােগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
নিম্নবর্ণিত শর্তসমূহ আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়ঃ
১। ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা। শহীদ মুক্তিযােদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর । তবে মুক্তিযােদ্ধা / শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এ্যাফিডেভিট গ্রহণযােগ্য হবে না । উল্লেখ্য সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৩। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ৪। প্রার্থীর যােগ্যতা যাচাইঃ ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র , জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা আবেদনের যে কোন পর্যায়ে বাতিল করা যাবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
খ) মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা এবং প্রযােজ্য ক্ষেত্রে টেকনিক্যাল শিক্ষা/প্রশিক্ষণের সনদ , সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি এবং আবেদনকারীর ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। ভুল তথ্য / জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা সরাসরি বাতিল করা হবে। গ) মৌখিক পরীক্ষার সময় জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন ও ফটোকপি দাখিল করতে হবে। কোটার প্রার্থীদেরকে কোটার সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে ।
ঘ) যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিকম্বলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে অপসারণ বা বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না।
ঙ) বর্ণিত পদসমূহের নিয়ােগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে ।
Bangladesh Post Office Jobs Circular 2021 |