বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন
সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোন সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরীর যে কোন পর্যায়ে বহিষ্কার করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড-২ (বিশেষ পেশা)
এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১লা মার্চ ২০২৩ এবং শেষ তারিখ ২০ মার্চ ২০২৩
২০২৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ
১। আবেদন: একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে, জেলা কোটা অনুযায়ী ট্রেড-২ (বিশেষ পেশায়)-এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান (SS) পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে।
২। ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশা সমূহ কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইন্টার এবং টেইলার ।
৩। যোগ্যতা
ক। বয়স। ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
খ। শিক্ষাগত যোগ্যতা ৷ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
গ। পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ ।
(১) কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে।
(২) ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত/সেলাই এ পারদর্শী হতে হবে।
(৩) টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যূনতম ০৩ (তিন) মাসের প্রশিক্ষণ থাকতে হবে, করে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে ।
(৪) কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রী কাজে পারদর্শী হতে হবে।
(৫) পেইন্টার/পেইন্টার এন্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে।
(৬) ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
ঘ। শারীরিক মান ৷
পুরুষ প্রার্থী
ক। ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)
খ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
ওজন : (ন্যূনতম) ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) ।
বুক : স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) ।
মহিলা প্ৰাৰ্থী
ক। ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)
খ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন: (ন্যূনতম) ), ৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
বুক: (ন্যূনতম) স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
ঙ। জাতীয়তা। বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)।
চ। স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ।
ছ। বৈবাহিক অবস্থা । অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী নয়)।
জ। সাঁতার। সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
৪। ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে
ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ।
গ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
ঘ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি ।
ঙ। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে।
চ। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি ।
ছ। সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ X ৪ সেঃ মি) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃ মিঃ X ২ সেঃ মি) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল/আকাশী রংয়ের পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে।
জ। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনে)।
ঝ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
ঞ। উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র ।
ট । টেইলার পেশার ক্ষেত্রে টেইলারিং কাজের উপর প্রশিক্ষণ সনদপত্র ।
ঠ। অনলাইন আবেদনের প্রবেশপত্র ।
৫। নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
৬। নিম্নেবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না
ক। সরকারী চাকুরী হতে বরখাস্তকৃত।
খ। ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত ।
গ। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।
৭। প্রশিক্ষণ ৩৬ সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
৮। ট্রেডের নাম, ট্রেড কোড এবং জেলা ভিত্তিক পদ সংখ্যা নিচে দেখুন
এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী - পুরুষ ও মহিলা
১ম ধাপ ■
ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ
১। প্রথম এসএমএস ।
ক। সকল প্রার্থী। SAINIK<space>1ST THREE LETTERS
OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space>
DISTRICT CODE <space> T2 <space> TRADE CODE উদাহরণঃ SAINIK DHA 236098 2019 34 T2 101 (ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নেবর্ণিত জেলা কোড এবং ক্রমিক-৭' এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।
খ। সেনাসন্তান (SS) প্রার্থী। SAINIK<space>1ST THREE LETTERS
OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space>
DISTRICT CODE <space> SST2 <space> TRADE CODE উদাহরণঃ SAINIK DHA 236098 2019 34 SST2 101 (ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নেবর্ণিত জেলা কোড এবং ক্রমিক-৭' এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।
২য় ধাপ
২। দ্বিতীয় এসএমএস। প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ২০০/- টাকার অধিক থাকা আবশ্যক ।
দ্বিতীয় এসএমএস : SAINIK<space>YES<space>PIN
NUMBER<space>CONTACT MOBILE NUMBER and send to 16222 উদাহরণ : SAINIK YES 894098 01xxxxxxxxx and
send to 16222 মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।
৩য় ধাপ
২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০X৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হতে হবে।
প্রবেশপত্র
৪। অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না ৷
৫। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে । প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না । প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না ।
৬। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। হেল্প লাইন
৭। প্রার্থীর USER ID ও Password হারিয়ে / ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে এক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য।
SAINIK<space>HELP<space>SSC BOARD
<space>ROLL<space>PASSING YEAR <space> DISTRICT CODE অথবা SAINIK<space>HELP<space
>PIN<space> PIN NUMBER and send to 6596 উদাহরণ : SAINIK HELP DHA 236098 2019 34 অথবা SAINIK HELP PIN 894098 and send to
6596
৮। জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে (Call 121, Then press 8, then press
1) যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে অথবা ই- মেইল করুন: sainik@teletalk.com.bd
ভাড়া বাসা/বর্তমান/ অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না । নিজস্ব পৈত্রিক স্থায়ী ঠিকানা ও নিম্নবর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। জেলা কোটা অনুযায়ী লোক ভর্তি করা হবে। এক জেলার লোক অন্য জেলায় ভর্তি করা হবে না ।
Join Bangladesh Army as Sainik
There is no opportunity to join the army for money. Enrollment in the Army through fraud or financial transactions will result in dismissal at any stage of service.
Recruitment Notice Trade-II (Special Occupation)
Application start date through SMS and Online is 1st March 2023 and last date is 20th March 2023
In 2023, the admission process of trade-2 (special profession) male and female candidates for the soldier post in Bangladesh Army will be held in the designated cantonments. Detailed information for application of male and female candidates interested in joining the army is as follows:
1. Application: A candidate can apply in Trade-II (Special Profession) as per District Quota, subject to eligibility. Besides, children of servicemen (SS) can apply separately. All cases have to apply through SMS and online. 200/- will be deducted from the admission test fee in favor of each application.
2. Occupations of Trade-II (Special Occupation) are Cook (Mess), Cook (Unit), Cook (Hospital), Equipment and Boot Repairer, Bandsman, Carpenter, Painter and Decorator, Painter and Tailor.
3. qualification
A. age 17-20 years as on 03 March 2024 (affidavit not acceptable).
B. Educational qualification Passed SSC/Equivalent Examination with minimum GPA-2.50. Must pass from Science Department for Painter & Decorator and Painter profession.
c. Professional qualifications.
(1) Candidates interested in joining the profession of cook should be proficient in cooking.
(2) Candidates interested in joining the profession of Equipment and Boot Repairer should be proficient in Boot Repairing/Stitching.
(3) Candidates interested in joining the tailor profession should have a minimum of 03 (three) months of training in tailoring, and should be proficient in shirt and pants tailoring. 7. Special 8. Carpenter Painter and Decorator 107 9. Painter 109
(4) Candidates interested in joining the profession of carpenter should be proficient in carpentry.
(5) Candidates interested in joining the profession of Painter/Painter and Decorator should be proficient in painting work.
(6) Candidates proficient in various musical instruments (drums, brass band clarinet, bag pipe, trumpet etc.) will be given priority in the Bandsman profession.
d.Physical quality
male candidate
A. 1.60 m (5 ft 3 in)
B. 1.63 meters (5 feet 4 inches) for small ethnic groups and communities
Weight : (Minimum) 49.90 kg (110 lbs).
Chest: Normal 0.76 meters (30 inches), inflated 0.81 meters (32 inches).
Female candidate
A. 1.60 m (5 ft 3 in)
B. 1.56 meters (5 feet 1 inch) for small ethnic groups and communities
Weight: (minimum), 47 kg (104 lbs).
Chest: (minimum) normal 0.71 m (28 in), inflated 0.76 m (30 in)
E. nationality Bangladeshi Citizens (Male and Female).
F. health check Eligible for health examination.
G. Marital status Single (Not Divorce/ Divorce).
H. Swimming Must know (minimum 50m).