CUET, KUET & RUET Admission 2021 | চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ: ২০২০-২১)

চুয়েট, কুয়েট রুয়েট এর স্নাতক ১ম বর্ষ/লেভেল- (শিক্ষাবর্ষ: ২০২০-২১)

সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

 

 

১। বিশ্ববিদ্যালয়সমূহের নাম আসন সংখ্যা :

ক্রমিক নং

বিশ্ববিদ্যালয়ের নাম

আসন সংখ্যা

সংরক্ষিত আসন সংখ্যা

মােট আসন সংখ্যা

১.

চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

৮৯০

১১

৯০১

২.

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

১০৬০

০৫

১০৬৫

৩.

রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

১২৩০

০৫

১২৩৫

সর্বমােট

৩১৮০

২১

৩২০১

 









বিভাগ ওয়ারী বিস্তারিত আসন সংখ্যা ভর্তির নির্দেশিকা হতে জানা যাবে।

২। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যােগ্যতা :

() প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

() প্রার্থীকে ২০২০ইং সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০১৯ইং সালের সেপ্টেম্বর থেকে ২০২০ইং সালের আগস্ট এর মধ্যে GCE ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

() বাংলাদেশের যে কোন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০১৭ইং অথবা ২০১৮ইং সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ .০০ পেতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হতে হবে।

(ঘ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে গ্রেড পয়েন্ট .০০ পেতে হবে অর্থাৎ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ইংরেজী বিষয়ে মােট গ্রেড পয়েন্ট ২০.০০ পেতে হবে। ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হবে। এছাড়া বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট .০০ পেতে হবে।

() প্রার্থী GCE “O” এবং GCE “A' লেভেল পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE “O” লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ইংরেজী বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE “A' লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। এছাড়া বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE “A' লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে B গ্রেড পেতে হবে।

(চ) প্রার্থীকে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২০ইং সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০% বা সমমানের গ্রেড পেতে হবে। প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% বা সমমানের গ্রেড পেতে হবে।

() যােগ্য আবেদনকারীর মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০,০০০ (ত্রিশ হাজার) প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে। () ন্যূনতম যােগ্যতা পূরণ সাপেক্ষে GCE “O” লেভেল GCE “A' লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য যােগ্য বলে বিবেচিত হবে।

৩। আবেদন করার পদ্ধতি : চুয়েট, কুয়েট রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) প্রদত্ত নির্দেশনা মােতাবেক আবেদন ফরম পূরণ নিম্নবর্ণিত ছক অনুযায়ী ভর্তি পরীক্ষার ফি প্রদান করে অনলাইনে Submit করতে হবে।

 

 

আরো পড়ুন…



Post a Comment

Previous Post Next Post