বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২২-এ
ডিইও ব্যাচে যোগ দিন
উপযুক্ততা
১। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা - পুরুষ।
ক। বয়স। ০১ জানুয়ারি ২০২২ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
খ। শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম)। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত।
ঘ। নিয়ােগ। চূড়ান্ত মনােনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়ােগ করা হবে।
২। বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন (বিএনভিআর) সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা।
ক। বয়স। ৩১ জানুয়ারি ২০২২ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
খ। শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম)। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত।
ঘ। নিয়োেগ। চূড়ান্ত মনােনয়ন শেষে সাপ্লাই শাখায় ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে দ্বল্পমেয়াদী কমিশনে ০৫ বছরের জন্য নিয়ােগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধিতস্থায়ী নিয়োেগ প্রদান করা হবে।
৩। শিক্ষা শাখা - এ্যারােনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (পুরুষ)।
ক। বয়স। ০১ জানুয়ারি ২০২২ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
খ। শিক্ষাগত যােগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য/পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে এ্যারােনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এ্যারােস্পেসএভিওনিক্স) বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ এবং বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত/বিবাহিত।
ঘ। নিয়ােগ। চূড়ান্ত মনােনয়ন শেষে ‘এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য নিয়ােগ করা হবে এবং পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
৪। শিক্ষা শাখা - পুরুষ ও মহিলা।
ক। বয়স। ০১ জানুয়ারি ২০২২ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়) (ব্যারিস্টার/আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য)।
খ। শিক্ষাগত যােগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
(ক) বাংলা (খ) ইংরেজি (গ) পদার্থ (ঘ) গণিত (ঙ) রসায়ন
(চ) মনােবিজ্ঞান (ছ) আইন।
আইন বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবি হিসেবে তালিকাভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর পশ্চাৎ প্রবীণতা (Antedated Seniority) অভিজ্ঞতার আলােকে বিধি অনুযায়ী নির্ধারণ করা হবে।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত/বিবাহিত।
ঘ। নিয়ােগ। চূড়ান্ত মনােনয়ন শেষে এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট' পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য নিয়ােগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধিতস্থায়ী নিয়ােগ প্রদান করা হবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২১