গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কারিগরি শিক্ষা অধিদপ্তর
শাখা-
০৩ (প্রশাসন)
www.techedu.gov.bd
এফ-৪/বি, আগারগাঁও,
শেরেবাংলা নগর, ঢাকা-
১২০৭
স্মারক নং- ৫৭.০৩.০০০০.০১২.১১.০২৫.২০-
২৪৩ তারিখঃ – ২০ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ
০৩ মে,
২০২১ খ্রিস্টাব্দ
“নিয়ােগ বিজ্ঞপ্তি”
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্ব খাতের শূন্য পদে সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
ক্রঃ নং |
পদের নাম ও বেতনক্রম (জাতীয় বেতনস্কেল-২০১৫) |
পদের সংখ্যা |
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা |
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
||
১. |
ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) বেতন-স্কেল : ১১,০০০-২৬,৫৯০/- |
মােট- ১০৫৭টি |
ক) পদার্থ ও রসায়নসহ ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অথবা উচ্চ মাধ্যমিক (ভােকেশনাল) পরীক্ষায়
উত্তীর্ণ
ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা। |
সকল জেলা |
||
সিভিল-১৫৬ ইলেকট্রিক্যাল-৯৮ মেকানিক্যাল-৮৫ পাওয়ার-৪৫ ইলেকট্রনিক্স -১৪১ কম্পিউটার-১৯৫ অটোমােবাইল-৪ মােট- ১০৫৭টি আরএসি-৭৫ এনভায়রনমেন্টাল-৩১ কেমিক্যাল-৩ ফুড-৩৯ টেলিকমিউনিকেশন-১৫ ইলেকট্রোমেডিক্যাল-২৭ আর্কিটেকচার-৬ |
এআইডিটি-৪৫ কন্ট্রাকশন-২৫ মেকাট্রনিক্স-১৮ ট্যুরিজম-১১ ডাটা কমি.-৫ কম্পিউটার সাইন্স-৫ আইপিসিটি-১৩ মাইনিং-১ সার্ভে-৫ গার্মেন্টস ডিজাইন এন্ড পেটার্ন মেকিং-৩ সিভিল
(উড)-২ গ্রাফিক ডিজাইন-২ প্রিন্টিং-২ |
|||||
২. |
পদার্থ ও রসায়নসহ ২য় শ্রেণির ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেক্ট্রনিকস/টেক) বেতন-স্কেল : ১১,০০০-২৬,৫৯০/-
|
মােট- ১০১৯টি
|
ক) স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অথবা উচ্চ মাধ্যমিক (ভােকেশনাল) পরীক্ষায়
উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা। |
সকল জেলা |
||
সিভিল-১৬৫ ইলেকট্রিক্যাল-৯৪ মেকানিক্যাল-৯৫ পাওয়ার-৪৬ ইলেকট্রনিক্স-১২৭ কম্পিউটার-১৭৭ অটোমােবাইল-৫ আরএসি-৫৯ এনভায়রনমেন্টাল-৩১ কেমিক্যাল-৪ ফুড-২৭ টেলিকমিউনিকেশন-১৩ ইলেকট্রোমেডিক্যাল-৩০ আর্কিটেকচার-৬ এআইডিটি-৪৯
|
কন্ট্রাকশন-২৫ মেকাট্রনিক্স-৯ ট্যুরিজম-১০ ডাটা কমি.-৫ কম্পিউটার সাইন্স-৫ আইপিসিটি-১২ মাইনিং-১ সার্ভে-৫ গার্মেন্টস ডিজাইন এন্ড পেটার্ন মেকিং-৪ সিভিল (উড)-৪ সিরামিক-৩ গস্নাস-২ গ্রাফিক ডিজাইন-৩ প্রিন্টিং-৩ |
|||||
৩. |
ক্রাফট
ইনস্ট্রাক্টর
(টেক/ল্যাব) বেতন-স্কেল : ১১,০০০-২৬,৫৯০/- |
মােট-
১০৫
টি |
ক)
পদার্থ ও রসায়নসহ
২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অথবা উচ্চ
মাধ্যমিক (ভােকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট
বিষয়ে ২ বছরের
ট্রেড কোর্স এবং ৫ বছরের
অভিজ্ঞতা। |
সকল জেলা |
||
সিভিল-৮ ইলেকট্রিক্যাল-৬ মেকানিক্যাল-৩ পাওয়ার-১ ইলেকট্রনিক্স-১৮ কম্পিউটার-২৭ আরএসি-১৯
|
এনভায়রনমেন্টাল-১ ফুড-১৩ টেলিকমিউনিকেশন-১ ইলেকট্রোমেডিক্যাল-২
কস্ট্রাকশন-১ মেকাট্রনিক্স-৫ |
|||||
|
|
|
সর্বমােট |
২১৮১টি
|
|
|
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অনুসরণ করতে হবেঃ
১। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি
http://dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০৫/০৫/২০২১, সকাল ১০:০০ মিনিট। Online-এ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ২৫/০৫/২০২১, বিকাল ০৫:০০ মিনিট।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০Xপ্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০Xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে লভাবে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Telet paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি ক্রমিক নং-১ থেকে ৩ পর্যন্ত ১১২.০০ (একশত বারাে) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DTER<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DTER ABCDEF Reply: Applicant's Name,
Tk. 112 will be charged as application fee, Your PIN is xxxxxxx.
To pay fee Type
DTER<space>YES<space>PIN and Send to 16222.
দ্বিতীয় SMS: DTER<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example:
DTER YES Reply: Congratulations Applicant's Name, payment completed
successfully for Directorate of Technical Education Recruitment Application for
xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxx).
চ.
প্রবেশপত্র প্রাপ্তির
বিষয়টি http://dter.teletalk.com.bd ওয়েবসাইটে এবং
প্রার্থীর মােবাইল
ফোনে SMS-এর মাধ্যমে
(শুধু যােগ্য
প্রার্থীদের) যথাসময়ে জানানাে
হবে।
Online
আবেদনপত্রে প্রার্থীর
প্রদত্ত মােবাইল
ফোনে পরীক্ষা
সংক্রান্ত যাবতীয়
যােগাযােগ সম্পন্ন
করা হবে
বিধায় উক্ত
নম্বরটি সার্বক্ষণিক
সচল রাখা
এবং প্রাপ্ত
নির্দেশনা তাৎক্ষণিকভাবে
অনুসরণ করা
বাঞ্চনীয়।