Government Textile Engineering College Admission 2020-2021

 

ভর্তি বিজ্ঞপ্তি

শিক্ষাবর্ষঃ ২০২০-২০২১

 

বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন বিভাগে নিম্নে বর্ণিত (চার) বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২০-২০২১ সেশনে ১ম বর্ষে (লেভেল-) ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আগামী ০১/০৬/২০২১ তারিখ হতে ০৮/০৭/২০২১ তারিখ এর মধ্যে আবেদন আহবান করা যাচ্ছে।

সংশোধিত সময়সূচি :       

আবেদনের শেষ তারিখ ২০/০৮/২০২১

সংশোধিত বিজ্ঞপ্তি দেখুন এখানে ক্লিক করুন

 শিক্ষা প্রতিষ্ঠানের নাম

১. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ , মিরসরাই,চট্টগ্রাম

২. পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া, পাবনা

৩. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নােয়াখালী

৪. শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

     সি এন্ড বি রোড,বরিশাল

৫. শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আড়য়াকান্দি, মধুপুর

     বাজার, সদর, ঝিনাইদহ

৬. ড. এম ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর

৭. শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গােপালগঞ্জ।

 

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের ন্যূনতম যােগ্যতা

() প্রার্থীকে জন্মসূত্রে অথবা নাগরিকত্ব গ্রহণসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

() প্রার্থীকে বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ড থেকে ২০১৭ অথবা ২০১৮ সনে অনুষ্ঠিত এসএসসি বিজ্ঞান/ সমমান পরীক্ষায় অথবা বিদেশী শিক্ষা বোের্ড থেকে সমমানের পরীক্ষায় এবং ২০১৯ অথবা ২০২০ সনে অনুষ্ঠিত এইচএসসি বিজ্ঞান কিংবা উহার সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।

() এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রত্যেকটিতে ন্যূনতম .৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় গনিত, পদার্থ, রসায়ন ইংরেজীতে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৫.০০ থাকতে হবে এবং উল্লেখিত বিষয়সমূহে আলাদাভাবে ন্যূনতম .০০ গ্রেড পয়েন্ট থাকতে হবে

প্রবেশপত্র ডাউনলােড 

() একটি কম্পিউটারে আবেদনকারীর রঙ্গিন ছবি (৩০০ x ৩০০ Pixel, File size less than ১০০kb) Signature (৩০০ x ৮০ Pixel, File Size less than okb) স্ক্যান করে যে কোন ফোল্ডারে Save করতে হবে। এরপর প্রবেশপত্র Download করতে http://dot.teletalk.com.bd অথবা www.dot.gov.bd তে গিয়ে প্রথমে নিজ নিজ User ID Password দিতে হবে। ইনপুট তথ্যাবলী সঠিক হলে Photo & Signature Upload করার Option পাওয়া যাবে। উপরে উল্লেখিত সাইজের Photo Signature Upload হলে প্রবেশপত্র ডাউনলােড করে প্রিন্ট করে নিতে হবে

() প্রবেশপত্র ডাউনলােডের সময়সীমা SMS এর মাধ্যমে জানানাে হবে

হেল্প লাইন

User ID Password হারিয়ে গেলে বা পুনরায় জানতে হলে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মােবাইল হতে নিমােক্ত ভাবে ১৬২২২ তে এসএমএস করতে হবে

DOT<>HELP<>SSC BOARD<>ROLL<>YEAR & SENT TO 16222 অথবা DOT>HELP<<>PIN<>PIN-NO & SENT TO 16222

 

ভর্তি পরীক্ষা নিম্নবর্ণিত নিয়মাবলী অনুযায়ী অনুষ্ঠিত হবে

() পরীক্ষার বিষয় সমূহ নম্বরঃ

গণিত - ৬০, পদার্থ - ৬০, রসায়ন - ৬০, ইংরেজী - ২০ সর্বমােট ২০০ নম্বর।

() ভর্তি পরীক্ষা ২০২০ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

() MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

() প্রশ্নপত্রে ১০০ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে , পরীক্ষার সময় হবে ঘন্টা ২০ মিনিট।

() প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ (শূণ্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।

() পরীক্ষার্থীদের উত্তরপত্রে (OMR শিট) কালাে কালির বলপেন দিয়ে পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার রােল নম্বরসহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

() ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক সীম, কোন ধরনের ঘড়ি, ডিভাইস যুক্ত কলম, মােবাইল বা অন্যান্য উপকরণ সংগে রাখা

ব্যবহার করা যাবে না।

() কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে

 

প্রার্থী নির্বাচন ফলাফল প্রণয়ন

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা নির্ধারণ করা হবে। প্রার্থীর মেধা পছন্দের ক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধাতালিকা কলেজ ভিত্তিক প্রকাশ করা হবে। আসন শূণ্য থাকা সাপেক্ষে কলেজ ভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মেধা পছন্দের ক্রম অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযােগ থাকবে

 

বিভাগ নির্ধারণ

ভর্তির পর স্ব-স্ব কলেজ কর্তৃক প্রার্থীর মেধা পছন্দ ক্রম অনুযায়ী সাক্ষাঙ্কারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে

 

আরো পড়ুন




Post a Comment

Previous Post Next Post