Wage Earners' Welfare Board (WEWB) Scholarship Notice -2020



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

 

এসএসসি/সমমান ক্যাটাগরিতে "প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি -২০২০" এর দরখাস্ত আহবান

 

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা ২০২০ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার / বর্ষে) শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এবং সরাসরি দরখাস্ত আহবান করা যাচ্ছে।

শর্তাবলী:

(১) যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে-

() বিএমইটি বহির্গমন ছাড়পত্র/ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ গ্রহণ করেছেন;

() মৃত প্রবাসী কর্মীর ক্ষেত্রে মৃতের পরিবার বাের্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন।

() শিক্ষার্থীর জিপিএ/সিজিপিএ:

নিম্নের ছকে বর্ণনা অনুযায়ী জিপিএ/সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবে-      

                                              ক্লিক করুন

 

() আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:

) পিতা/মাতা প্রবাসী কর্মী হওয়ার সপক্ষে প্রমাণ হিসাবে আনুষঙ্গিক কাগজপত্রাদি, যেমন- পাসপাের্ট, ভিসা এবং বিএমইটি বহির্গমন ছাড়পত্র/ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স সম্বলিত পাসপাের্টের পৃষ্ঠা / স্মার্ট কার্ড অথবা বিদেশস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ এর ফটোকপি;(অনলাইনে আবেদনকারীর জন্য প্রযােজ্য নয়)

) শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবি; (অনলাইনে আবেদনকারীর ক্ষেত্রে প্রযােজ্য নয়)

) প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বর পত্রের (মার্কশীট) সত্যায়িত ফটোকপি; (অনলাইনে আবেদনকারীর ক্ষেত্রে প্রযােজ্য নয়)

) মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত NOC (দূতাবাস সনদ)

() বৃত্তির পরিমাণ:

() এসএসসি/সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনােনীত শিক্ষার্থীদের একাদশ দ্বাদশ শ্রেণি পর্যন্ত ০২(দুই) বছর ডিপ্লোমা শ্রেণিতে অধ্যায়নরতদের ০৪(চার) বছর মাসিক ,০০০/-(দুই হাজার) টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না;

() বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই শিক্ষা উপকরণসহ অন্যান্য আনুষ ঙ্গিক খরচ বাবদ ,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা প্রদান করা হবে;

() আবেদনের প্রক্রিয়া:

) অনলাইনে আবেদনের লিংক: http://stipen.wewb.gov.bd/stipend

) সরাসরি আবেদনের জন্য বাের্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd হতে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করা যাবে;

. সরাসরি আবেদনকারীর আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়ােজনীয় কাগজপত্রাদিসহ আগামী ৩০/০৬/২০২১ তারিখের মধ্যে অনলাইনে। সরাসরি / ডাকযােগে পরিচালক (আইআরপি) ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড, ৯ম তলা, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রােড, ইস্কাটন গার্ডেন, রমনা ঢাকা-১০০০ বরাবর পৌছাতে হবে। উক্ত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন গ্রহণ করা হবে না;

. শিক্ষার্থীর মােবাইল নম্বর এবং তার মাতা/পিতার মােবাইল নম্বর অবশ্যই ফরমে উল্লেখ করতে হবে;

() অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে


 

আরো পড়ুন





Post a Comment

Previous Post Next Post